গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকার একটি করবস্থান থেকে প্রায় ২০টি কঙ্কাল চুরি হয়েছে। গাছা বাজার মসজিদ এলাকার ৩নং কলোনি সংলগ্ন কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয়।
বৃহস্পতিবার বিকালে স্থানীয়রা একটি লাশ দাফন করতে গেলে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয়রা ধারণা করছেন- কঙ্কাল চুরি করে কবরগুলো আবার মাটি দিয়ে রাখা হয়েছে। কিন্তু গত দুদিনের বৃষ্টিতে কিছু মাটি সরে গিয়ে কবরের উপরে দেওয়া বাঁশগুলো ভেতরে পড়ে আছে।
গাছা বাজার এলাকার স্থায়ী বাসিন্দা মামুনুর রশিদ জানান, বিকালে একটি লাশের দাফনের জন্য ওই কবরস্থানে গেলে বিষয়টি সবার নজরে আসে। কবরের মাটি সরানো দেখে সন্দেহ হয়। পরে পুরো কবরস্থান ঘুরে দেখা যায়, প্রায় ২০টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগে কঙ্কলগুলো চুরি করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, এলাকাবাসী কঙ্কাল চুরির বিষয়টি পুলিশকে অবহিত করেননি। আপনার কাছ থেকে প্রথম শুনলাম। এখন নির্বাচনের জন্য ব্যস্ত আছি। যদি কেউ জানায় তাহলে আমরা দেখব।