সীমান্তে ১৪ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৩, ০৮:২৪ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম রবি উপজেলার সীমান্তবর্তী ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিপুর বিওপির সামনে দিয়ে রবিউল ইসলাম রবি মোটরবাইকে স্বর্ণ পাচারের সময় বিজিবির সদস্যরা তাকে আটক করে। এ সময় তাকে তল্লাশি করে ১৪টি স্বর্ণের বার জব্দ করা হয়; যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।