Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে ভুয়া চিকিৎসক আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ১২ মে ২০২৩, ০৭:২৮ পিএম

নবাবগঞ্জে ভুয়া চিকিৎসক আটক

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে অভিযান চালিয়ে মো. গিয়াস উদ্দিন (৪৫) নামে এক ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার দুপুরে বান্দুরা সেন্ট্রাল হাসপাতালে এ অভিযান চালানো হয়। 

গিয়াস উদ্দিন ময়মনসিংহ সদর এলাকার বাসিন্দা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আটক গিয়াস উদ্দিন নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসেবে দাবি করলেও তার কোনো ডিগ্রি ও বাংলাদেশে মেডিকেল ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন সংক্রান্ত কোনো কাগজপত্র নেই। তার কাছে কাগজপত্র দেখতে চাইলেও তিনি দেখাতে পারেননি। 

গিয়াস উদ্দিন দীর্ঘদিন যাবত ঢাকার দোহার নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছেন। 

তিনি থাইরয়েডের বিশেষজ্ঞ না হয়েও এ রোগের ব্যবস্থাপত্র দেন। দাঁত, গ্যাস্ট্রোলিভারসহ বিভিন্ন জটিল ও কঠিন অপারেশনের পরীক্ষা-নিরীক্ষার উপদেশ চিকিৎসাপত্র লিখে দেন নিয়মিত- এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন, আটক ভুয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এ সময় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মেজবাহ উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম