তথ্য গোপন করে সরকারি চাকরি করার অভিযোগ
লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৩, ০৮:১০ এএম
কুমিল্লার লালমাই উপজেলার বেলগর উত্তর ইউনিয়ন পরিষদের অফিস সহকারী মো. সাইফুল ইসলামের (আগের নাম উজ্জ্বল রবি দাশ) বিরুদ্ধে তথ্য গোপন করে সরকারি চাকরি করার অভিযোগ উঠেছে।
সাইফুল ইসলামের হলফনামা পড়ে জানা যায় ইসলামি আদর্শ ও নিয়মনীতির প্রতি আকৃষ্ট হয়ে তিনি ইসলামি জলসায় উপস্থিত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মগ্রহণ করেন।
কিন্তু ধর্মান্তরিত হওয়ার প্রায় চার মাস অতিবাহিত হলেও সরকারি বিভিন্ন অফিস নথিপত্রে মো. সাইফুল ইসলাম নামটি গোপন রেখে উজ্জ্বল রবি দাশ ব্যবহার করছেন এবং নিজেকে উজ্জ্বল রবি দাশ পরিচয় দিয়ে থাকেন।
বেলগর উত্তর ইউনিয়ন পরিষদের বিভিন্ন অফিস নথিপত্র যাচাই-বাছাই করে উজ্জ্বল রবি দাশের সই করা অফিস কাগজপত্র পাওয়া যায়। তিনি এখনো উজ্জ্বল রবি দাশ নামেই সোনালী ব্যাংক থেকে বেতন উত্তোলন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে লালমাই উপজেলা এক সরকারি কর্মকর্তা বলেন, আমার জানা মতে তথ্য গোপন করে সরকারি চাকরি করার কোনো সুযোগ নেই।
লালমাই উপজেলার ভূচ্ছি বাজারস্থ মো. সাইফুল ইসলাম ওরফে উজ্জ্বল রবি দাশের বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে কল করলে উজ্জ্বল এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন।
কুমিল্লা জজকোর্টের অ্যাডভোকেট মিজানুর রহমান ধর্মান্তরিত হওয়ার বিষয়টি সত্য বলে নিশ্চিত করেছেন।
এ বিষয় জানার জন্য লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহী অনুপমকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।