কওমি শিক্ষা বোর্ডের পরীক্ষায় দেশসেরা ত্রিশালের সুবর্ণা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৩, ১০:৪৫ পিএম
ময়মনসিংহের ত্রিশালের কৃতীশিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস সুবর্ণা কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় ৫০ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রথমস্থান অর্জন করে দেশসেরা হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চকরামপুর মুহিউস সুন্নাহ মহিলা মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে কওমি শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় ৫০ হাজার শিক্ষার্থীদের মধ্যে ১ম, ২১তম, ১১৫তম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানকায়ে হোসাইনিয়া মাদানিয়ার মুতাওয়াল্লি মুফতি মাহবুবুল্লাহ কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল সরকার, ফাতেমাতুয যাহরা (রা.) মহিলা মাদ্রাসা ত্রিশালের মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, বিশিষ্ট আলেম ও লেখক মুফতি আমির ইবনে আহাম্মদ, মুহিউস সুন্নাহ মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি ছদরুল আমীন প্রমুখ।
মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় ১ম স্থান অর্জনকারী চকরামপুর মুহিউস সুন্নাহ মহিলা মাদ্রাসার নাহবেমীর জামাত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস সুবর্ণা উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। উপজেলার একই মাদ্রাসার নাহবেমীর জামাত বিভাগের ২১তম স্থান অর্জনকারী চকরামপুর গ্রামের আবুল কালামের মেয়ে আফিফা আক্তার সাদিয়া।