Logo
Logo
×

সারাদেশ

সন্দ্বীপে এমপির ভাইয়ের বিরুদ্ধে নির্বাচনি প্রচারে বাধার অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৭:৩৬ পিএম

সন্দ্বীপে এমপির ভাইয়ের বিরুদ্ধে নির্বাচনি প্রচারে বাধার অভিযোগ

চট্টগ্রাম জেলার সন্দ্বীপে উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় এমপি মাহফুজুর রহমান মিতার ভাই ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে নির্বাচনি প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। 

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র প্রার্থী রফিকুল। 

রফিকুলের অভিযোগ, স্থানীয় এমপি মাহফুজুর রহমান মিতার নির্দেশে জিল্লুর রহমান চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ৪ জন চিহ্নিত ও অস্ত্রধারী সন্ত্রাসী এনে তার নির্বাচনি প্রচারণায় নিয়োজিত মাইক ব্যবহারে বাধা দিচ্ছে। সন্ত্রাসীরা অস্ত্রের মুখে বাউরিয়া, কাছিয়াপাড়, কালাপানিসহ কয়েকটি এলাকায় মাইক বাজানো বন্ধ করে দিয়েছে। মাইক ব্যবহারকারী কর্মীদের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে খুন করে লাশ সাগরে ফেলে দেওয়ারও হুমকি দিচ্ছে। 

তার আরও অভিযোগ, সন্ত্রাসীরা আবু সুফিয়ান নামে আনারস মার্কার এক কর্মীকে মাইকে নির্বাচনি প্রচারের সময় মারধর করেছে। জিল্লুর রহমান ওই কর্মীকে বাউরিয়া ইউনিয়নে আনারস মার্কার কোনো প্রচার করা যাবে না বলেও হুমকি দিয়েছেন। তিনি তার গ্রাম বাউরিয়াতে আনারস প্রতীকের কোনো মাইক দেখলে ওই মাইক ও টেক্সি এবং প্রচার কাজে নিয়োজিত কর্মীর হাত-পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

অপর এক অভিযোগে রফিকুল ইসলাম বলেন, নৌকার প্রার্থী মাঈন উদ্দিন মিশনের অস্ত্রধারী কর্মীরা তার ভোটার সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি ও ভয়-ভীতি প্রদর্শন করছে। গত ৯ মে থেকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ কার্ড ও অন্যান্য সুবিধাভোগী ব্যক্তিদের নৌকা মার্কায় ভোট না দিলে সব কার্ড কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি বিভিন্ন সভা-সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আনারস মার্কার নির্বাচন করছেন তাদের তালিকা তৈরি করে বহিষ্কারের হুমকি দিচ্ছেন। 

উল্লেখ্য, রফিকুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি নির্বাচনে সন্দ্বীপ নাগরিক কমিটির ব্যানারে আনারস প্রতীকে নির্বাচন করছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম