Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে স্কুল শিক্ষককে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ৩

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১১ মে ২০২৩, ০২:১৬ এএম

মানিকগঞ্জে স্কুল শিক্ষককে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার ৩

স্কুলে যাওয়ার পথে পূর্ব শত্রæতার জের ধরে মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জামাল উদ্দিনকে (৪৭) রামদা দিয়ে কুপিয়ে
হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেফতারকৃতরা হলেন, সদর থানা মধ্য পুটাইল গ্রামের মৃত পঁচা মিয়ার ছেলে ফজলুর রহমান(৫৫), একই গ্রামের মুনছের আলীর ছেলে সজিব মিয়া(২৮) ও মজিবর
রহমান মজিদের ছেলে উজ্জল(২৭)।

এদের সবাইকে সাভারের আশুলিয়া এলাকা গ্রেফতার করে র‌্যাব-৪। র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লে.কমান্ডার মো. আরিফ হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

মারাত্বক আহত স্কুল শিক্ষক জামাল উদ্দিন বর্তমানে ঢাকার পান্থপথ এলাকার প্লাটিনাম নামে একটি বেসরকারি হাসপাতালে আইসইিউতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শিক্ষক হামলার ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী আশা আক্তার বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে ৫ জনের নামোল্লেখ করে এবং আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সদর থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, হামলার ঘটনায় আহত স্কুল শিক্ষক জামাল উদ্দিনের স্ত্রী আশা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম