Logo
Logo
×

সারাদেশ

কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৩, ০৭:৫০ পিএম

কাশিমপুর কারাগারে নারী হাজতির মৃত্যু

গাজীপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে যমুনা বেগম (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যমুনা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমণ্ডল এলাকার মরণ মিয়ার স্ত্রী ও মৃত আরব আলীর মেয়ে। তাকে গত ২ মে গ্রেফতারের পর নরসিংদী কারাগারে পাঠানো হয়।

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় নরসিংদী কারাগার থেকে গত ৫ মে চিকিৎসার জন্য যমুনা বেগমকে অ্যাম্বুলেন্সে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। চিকিৎসা শেষে ওই দিন রাতে তাকে কারাগারে ফেরত নিয়ে আসা হয়। পরদিন ৬ মে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় যমুনা বেগম মারা যান।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম