Logo
Logo
×

সারাদেশ

নবীনগরে কিল-ঘুসিতে নিহত ১

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

প্রকাশ: ০৫ মে ২০২৩, ১১:১১ পিএম

নবীনগরে কিল-ঘুসিতে নিহত ১

নবীনগরে জুমার নামাজে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কিল-ঘুসিতে সিজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার জুমার নামাজের সময় পৌর এলাকার আলমনগর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত সিজল মিয়া একই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। 

সিজল মিয়ার স্ত্রী বলেন, জুমার নামাজ শেষে আমার স্বামী বাড়িতে এসে বলল মসজিদের শাহ আলমের সঙ্গে মারামারি হয়েছে।  আগে মাথায় পানি ঢালার জন্য আমাকে বলতে থাকে, আস্তে আস্তে অবস্থার অবনতি হলে দ্রুত নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  আমি আমার স্বামীর হত্যার সঠিক বিচার চাই।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, একই এলাকার শাহ আলম ও সিজল মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল। শুক্রবার জুমার নামাজের সময় লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক হয়। এনিয়ে দুইপক্ষের মধ্যে হাতাহাতি কিল-ঘুসি হয়েছে। কিল-ঘুসিতে সিজল মিয়া নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার ছোট ভাইকে আটক করা হয়েছে।  বিস্তারিত পরে জানানো হবে।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম