Logo
Logo
×

সারাদেশ

রাস্তায় ব্যারিকেড দিয়ে দুই গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই!

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৩, ০৭:৩৪ এএম

রাস্তায় ব্যারিকেড দিয়ে দুই গরু ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই!

কক্সবাজারের রামুর চাকমারকুলে মহাসড়কে প্রকাশ্যে ব্যারিকেড দিয়ে গরুর গাড়ি গতিরোধ করে দুই ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাই ও মাধরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে অতর্কিত হামলা চালিয়ে চকরিয়ার গুরু ব্যবসায়ী সালাউদ্দিনের কাছ থেকে সাড়ে ১৭ লাখ এবং আবদুল কাদেরের নামের আরেকজনের ১লাখ ৮০ হাজার টাকা দুবৃর্ত্তরা ছিনিয়ে নিয়েছে।

বুধবার (৩ মে) রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাকমারকুলের ডেইঙ্গাপাড়া এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই দুই ব্যবসায়ী জানান, স্থানীয়দের মাধ্যমে এসব দুষ্কৃতীকরাদের চিহৃত করেছেন তারা।

তাদের দাবি, ঘটনার সঙ্গে জড়িতরা হলেন- পশ্চিশ চাকমারকুর ডেইঙ্গাপাড়া এলাকার মৃত কবির আহাম্মদ মেম্বারের ছয় ছেলে জহির উদ্দিন (৪৫), আলমগীর (৩২), সাহাব উদ্দিন (৩৫), শাহনেওয়াজ (২৫), জসিম উদ্দিন (৫৫) ও সাদ্দাম হোসাইন (২৮) এবং একই এলাকার রফিক আহাম্মদের ছেলে এবাদুল্লাহ (৩০), ছলিম উল্লাহ (৪০), পূর্ব খরুলিয়া ডেইঙ্গা পাড়া এলাকার সিকান্দার আলী ছেলে এরশাদ উল্লাহ (৩২) ও মুন্না ২০। যদিও জড়িত দাবি করা কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে রামু থানার ওসি আনোয়ার হোসাইন বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, ডাকাতির কোনো ঘটনাই ঘটেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম