গরুর ঘাস কেটে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৪ মে ২০২৩, ০১:১৪ এএম
![গরুর ঘাস কেটে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/05/04/image-670955-1683141282.jpg)
গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে মানিকগঞ্জের শিবালয়ে বজ্রপাতে গোকল মোল্লা (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে শিবালয় উপজেলার বোয়ালীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোকল মোল্লা উপজেলার বোয়ালী পাড়ার মৃত নাজিমুদ্দিনের ছেলে।
শিবালয় থানার ওসি শাহ নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।পরিবারের বরাতে পুলিশের ওই কর্মকর্তা জানান, বুধবার বিকালে বাড়ির অদূরের ক্ষেত থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় এবং হঠাৎ বজ্রাপাতে তার শরীর ঝলসে যায়।
খবর পেয়ে তার স্বজনরা তাকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।