পুকুর সংস্কারের সময় মিলল প্রাচীন মূর্তি
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৩, ১০:৩৯ পিএম
ছবি: যুগান্তর
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নে পুরোনো পুকুর সংস্কারের সময় একটি প্রাচীন মূ্র্তি পাওয়া গেছে। পুকুরের মালিক ভাঙ্গুড়া থানা পুলিশকে বিষয়টি জানালে মঙ্গলবার তারা মূর্তিটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় হাসান নামে একজন তার পুরোনো একটি পুকুরে নিচের মাটি সরিয়ে মাছ চাষের উপযোগী করার কাজ করছিলেন। মাটি সরানোর এক পর্যায়ে মাটির গভীরে হঠাৎ মূর্তিটি দেখতে পান। মূ্র্তিটির উচ্চতা প্রায় ৩০ ইঞ্চি। স্থানীয় ব্যবসায়ী অতুল দত্ত মূর্তিটিকে নারায়ণ বিষ্ণুর মূর্তি বলে শনাক্ত করেন। এটি কষ্টিপাথরের হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুকুরের মালিক জাহিদ হাছান বলেন, তাৎক্ষণিক থানা পুলিশকে জানালে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।
ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, মূর্তিটি কিসের তৈরি সেটা জানা যায়নি। তবে আদালতের নির্দেশ পেলে প্রত্নতত্ত্ব বিভাগ মূর্তিটি নিতে পারবে।