Logo
Logo
×

সারাদেশ

তীব্র তাপপ্রবাহে হলরুমেই অসুস্থ দুই পরীক্ষার্থী

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৯:৩১ পিএম

তীব্র তাপপ্রবাহে হলরুমেই অসুস্থ দুই পরীক্ষার্থী

ভোলার মনপুরায় তীব্র তাপপ্রবাহে অস্থির হয়ে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। এর মধ্যে দিনের বেলায় বিদ্যুৎ না থাকায় কেন্দ্রের পাকা ভবনের কক্ষের ফ্যান চালানো যাচ্ছে না। 

এতে কক্ষগুলো বেলা বাড়ার সাথে সাথে আরও বেশি গরম হয়ে যাচ্ছে। প্রচণ্ড গরমে টানা  ৩ ঘণ্টা পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে দুই পরীক্ষার্থী তীব্র গরমে মাথা ঘুরে পড়ে যায়। পরে তাদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিন বেলা ১২টায় উপজেলার মনপুরা সরকারি ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

এর আগের দিন বাংলা ১ম পত্রের পরীক্ষা শুরুর ২০ মিনিট পূর্বে ওই পরীক্ষা কেন্দ্রে গরমে মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয় এক শিকার্থী। তাৎক্ষণিক ওই পরীক্ষার্থীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে সুস্থ হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে। 

গরমে অস্থির হয়ে অসুস্থ হয়ে শিক্ষার্থীরা হলো- মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী শিমলা কানিজ কাব্য, অপরজন হলেন মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের পরীক্ষার্থী সাথী আক্তার।

এদিকে দিনের বেলায় পরীক্ষা কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা করে কক্ষে ফ্যান চালানোর দাবি করেছেন মনপুরা সরকারি ডিগ্রি কলেজের এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা পরীক্ষার্থীদের অভিভাবক আবদুর রহমান, মামুন, জাবেদ, তাজউদ্দিন, কামাল, সাইফুলসহ অনেকে। 

মনপুরা এসএসসি পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, মনপুরার ৪টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও কারিগরি শাখা থেকে ৬৬২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে মনপুরা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৪৯ জন এসএসসি পরীক্ষার্থী, সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ কেন্দ্রে ১২৪ জন এসএসসি পরীক্ষার্থী, উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় (ভোকেশনাল) কেন্দ্রে ৮৮ জন পরীক্ষার্থী ও হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসার কেন্দ্রে দাখিল পরীক্ষায় ২০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এ ব্যাপারে মনপুরা সরকারি ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব জানান, তীব্র গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরীক্ষার সময় বিদ্যুৎ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ও ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলাপ করবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে মনপুরা উপজেলার এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে থাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা জানান, বিদ্যুতের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম