Logo
Logo
×

সারাদেশ

সাঁথিয়ায় কোচ-নসিমন সংঘর্ষে নিহত ২, আহত ৫

Icon

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৩, ০৮:৩৭ পিএম

সাঁথিয়ায় কোচ-নসিমন সংঘর্ষে নিহত ২, আহত ৫

ছবি: যুগান্তর

পাবনার সাঁথিয়ায় কোচ-নসিমন মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের সাটিয়াখোলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া গ্রামের তাজু মৃধার ছেলে নছিমনের চালক জুয়েল মৃধা (২৪) ও হেলপার একই গ্রামের সোবাহান খানের ছেলে সুরুজ খান (২০)।
 
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলসের সঙ্গে নগরবাড়িগামী ইটভর্তি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নছিমনটি উল্টে গেলে নসিমনের চালক ও হেলপার গুরুতর আহত হন। 

আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুজনের মৃত্যুর সংবাদে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমেছে।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি নবীর হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃত্যু হয়। কোচ ও নছিমন জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম