নবাবগঞ্জে বাসাবাড়িতে চুরি, আটক ১
যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:৫৩ পিএম
ঢাকার নবাবগঞ্জের কোমরগঞ্জ এলাকায় চুরির অভিযোগে মিরাজুল ইসলাম (২৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।
গত ২০ এপ্রিল কোমরগঞ্জ এলাকার শেখ আবুল হোসেনের বাসাবাড়ি থেকে অভিনব কায়দায় একটি মোটরবাইক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি হয়।
চুরির ঘটনায় শনিবার ভোরে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিল ডুমুরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিরাজুল ইসলামকে (২৩) মোটরবাইকসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার হওয়ার বিষয়টি নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক শ্রী অজিত কুমার রায় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চুরির ঘটনায় গত ২৬ এপ্রিল নবাবগঞ্জ থানায় মামলা করেন ক্ষতিগ্রস্ত আবুল হোসেনের স্ত্রী রেশমী আক্তার।
গ্রেফতারকৃত মিরাজুল গত প্রায় ৪ মাস ধরে আবুল হোসেনের আগলা বাজারে একটি ফাস্টফুডের দোকানে কাজ করতেন।
এ বিষয়ে রেশমী আক্তার জানান, মিরাজুল ইসলাম তাদের ফাস্টফুডের দোকানে কাজ করার কারণে বিভিন্ন সময় বাড়িতে আসা যাওয়া করত। গত বৃহস্পতিবার লোকজন ঘুমিয়ে ছিল। সেই সুযোগে মিরাজুল তাদের বাসায় আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা, তার ছেলের পালসার মোটরবাইক (ঢাকা মেট্রো-ল ১১-৬০৯০), প্রিন্টার মেশিন, একটি ভিভো মোবাইল ফোন, বেশ কয়েকটি সিসি ক্যামেরা ও বাড়ির বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে যায়।