![এক বোয়াল মাছের দাম ৪৬ হাজার টাকা](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/04/29/image-669643-1682756601.jpg)
রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর অদূরে এক জেলের জালে ১৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শুক্রবার রাতে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।
বোয়াল মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া রওশন মোল্লার মৎস্য আড়তে বিক্রির জন্য উঠালে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী শাকিল সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ ১৯ কেজির বোয়াল মাছটি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, বোয়াল মাছটি সকালে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৬০০ টাকায় কিনে আমার দোকান ঘরে নিয়ে এসেছি। এখন মাছটি বিক্রির জন্য বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। মাছটির কেজিতে ৫০ টাকা লাভ রেখে বিক্রি করব।