Logo
Logo
×

সারাদেশ

সিংগাইরে বিদ্যুৎস্পর্শে মসজিদের ইমামের মৃত্যু

Icon

সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৭:৫৭ এএম

সিংগাইরে বিদ্যুৎস্পর্শে মসজিদের ইমামের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে মাওলানা মো. ইসমাইল হোসাইন (৪৭) নামের মসজিদের ইমাম ও খতিবের মৃত্যু হয়েছে।

বুধবার(২৬ এপ্রিল) বিকালে সিংগাইর উপজেলার সদর ইউনিয়নের গোবিন্ধল ধাইরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল ওই গ্রামের মৃত.আরব আলীর ছেলে। তিনি পৌর এলাকার মধ্য সিংগাইর (পুকুর পাড়া) জামে মসজিদে ইমাম ও খতিব ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মাওলানা ইসমাইল হোসাইন বিকালে গোসল করার জন্য পানির মোটরে সুইচ দেয়। এতে মোটর চালু না হওয়ায় ওই মোটরে হাত দিলে তড়িতাহত হন তিনি। পরে বাড়ি লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, বিষয়টি আমি জানি না। পুলিশ পাঠিয়ে খবর নিচ্ছি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম