Logo
Logo
×

সারাদেশ

বেড়াতে গিয়ে সমুদ্র সৈকতে নিখোঁজ কলেজছাত্র

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১১:১২ পিএম

বেড়াতে গিয়ে সমুদ্র সৈকতে নিখোঁজ কলেজছাত্র

কালিয়াকৈরের কলেজশিক্ষার্থী হিমেল হোসেন কক্সবাজারের বেড়াতে গিয়ে সমুদ্র সৈকতের জোয়ারের পানিতে ডুবে গত দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। 

মঙ্গলবার বিকালে দিকে ডুবে যাওয়া দুই শিক্ষার্থীর মধ্যে পাপ্পু মিয়া (২২) নামের একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

নিখোঁজ থাকা হিমেল হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার আক্কাস হোসেনের ছেলে।  তিনি স্থানীয় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

হিমেলের মামা জাবেদ হোসেন জানান, ঈদের পরের দিন হিমেলসহ তিনজন কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে যায়। সেখানে মঙ্গলবার বিকালে গোসল করতে গেলে পানিতে ডুবে যায়। এখনো হিমেলকে খুঁজে পাওয়া যায়নি। 

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি।  কক্সবাজারের টুরিস্ট পুলিশ ও কোস্ট গার্ড নিখোঁজ হিমেলকে উদ্ধারের চেষ্টা করছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম