মেয়েকে উত্ত্যক্ত, প্রতিবাদ করায় বাবা-মাকে মারধর
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১১:১০ পিএম
আশুলিয়ায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাসায় হামলা চালিয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী আশুলিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে নয়জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া বটতলার রূপায়ন মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন- জামগড়া রূপায়ণ মাঠ এলাকার ইমারত হোসেনের ছেলে ইয়ার হোসেন (২০), আলিফ (১৯), আব্দুর রাজ্জাক (২২) ও লিটনসহ (২১) অজ্ঞাতনামা আরও ২-৩ জন।
এ ব্যাপারে মেয়েটির বাবা জানান, মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা আলিফের অবিভাবককে জানানো হয়। এতে ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে মেয়েকে তুলে নিয়ে যেতে বাসায় হামলা করে।
এসআই সুব্রত রায় বলেন, রাতেই অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।