Logo
Logo
×

সারাদেশ

চলন্ত ট্রেনে উঠে সহকারী চালককে কুপিয়ে জখম

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৭:৫৩ পিএম

চলন্ত ট্রেনে উঠে সহকারী চালককে কুপিয়ে জখম

রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনের সহকারী চালক জাহিদ হাসানকে (৩৫) কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুল শেখ (৫০) নামে একজনকে আটক করেছে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি ট্রেনে এ ঘটনা ঘটে।

আটক সাইফুল শেখ কুষ্টিয়া জেলার কুমারখালী থানার ফেকো শেখের ছেলে।

আহত জাহিদ হাসান যুগান্তরকে বলেন, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী স্টেশন থেকে ছেড়ে আসার সময় চলন্ত ট্রেনে সাইফুলসহ আরও একজন যাত্রী জোর করে উঠতে চান। তখন আমি তাদেরকে ট্রেনে উঠতে নিষেধ করলে তারা আমার কথা অমান্য করে জোর করে ট্রেনে উঠে বসেন।

তিনি বলেন, ট্রেনে ওঠার পর সাইফুল তার কাছে থাকা কাঁচি দিয়ে আমার মাথায় কুপিয়ে জখম করেন। আমার চিৎকার শুনে মধুমতি ট্রেনের চালক ট্রেন থামিয়ে অন্যান্য লোকজনের সহযোগিতায় আমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। অভিযুক্ত সাইফুলকে আটকে রাখেন। এ ঘটনার কারণে ট্রেন ৪০ মিনিটের মতো চলাচল বন্ধ থাকে। পরে ট্রেনটি রাজবাড়ী স্টেশনে আসলে ট্রেনে থাকা পুলিশের কর্মকর্তারা সাইফুলকে আটক করে হেফাজতে নেন।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু যুগান্তরকে বলেন, আমরা সাইফুলকে আটক করে  হেফাজতে রেখেছি। জাহিদ হাসানকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মধুমতি ট্রেনের মধ্যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে পোড়াদহ স্টেশন আইনি প্রক্রিয়ার বিষয়টি দেখভাল করেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম