গরু চোরাচালানে পুলিশের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১০:৩৪ পিএম
কক্সবাজারের রামুতে সীমান্ত দিয়ে অবৈধ পথে আসা বার্মিজ গরু চোরাচালানে পুলিশের বিরুদ্ধে ঘুস নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রামু থানা পুলিশের ঘুস লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন ভিডিও এ প্রতিবেদকের হাতেও এসেছে।
সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা মুড়াপাড়া মূল সড়কের মোড়ে দাড়িয়ে মায়ানমারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে আসা গরু চোরাচালানের প্রতি গাড়ি থেকেই ঘুস নিতে দেখা যায় রামু থানা পুলিশের কয়েকজন সদস্যকে। পেশাদারী দায়িত্ব পালনকালে স্থানীয় সংবাদকর্মীদের মোবাইলে ঘুস গ্রহণের এ দৃশ্য ধরা পড়ে।
ভিডিওতে দেখা যায়, গরুর গাড়িতে থাকা এক ব্যক্তি গাড়ি থেকে নেমে রামু থানা পুলিশের একজন কনস্টেবলকে টাকা দিচ্ছেন। তার পাশে দাঁড়িয়ে ছিলেন রামু থানার এসআই আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক।
ভিডিওতে দেখা যায়, মাজেদুল গরুর গাড়িগুলোকে দ্রুত চলে যাওয়ার জন্য বলছেন। ঘটনাস্থলে এসআই মাজেদুল হকের সঙ্গে আরও কয়েকজন কনস্টেবল ছিলেন।
ওই সময় মায়ানমারের গরু চোরাচালানের গাড়িতে থাকা চোরাচালানিদের কাছ থেকে টাকা ঘুস নেওয়ার একটি দৃশ্য গোপন ক্যামেরায় ভিডিও করেন সাংবাদিকরা। পরে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন পুলিশ সদস্যরা। একইদিন শতাধিক অধিক মিনি পিকাআপযোগে মায়ানমারের চোরাচালানের গরু রামু উপজেলার বিভিন্ন জায়গায় ঢুকতে দেখা গেছে।
দিনদুপুরে রামু থানা পুলিশের এমন ঘুস লেনদেনের বিষয়ে জানতে চাইলে রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন জানান, ভিডিও দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মাজেদুলের ডিউটি ছিল। এখানে পেশাদারিত্বের সঙ্গে কারো দায় আমি নেব না। যদি এ রকম হয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গরু চোরাচালান রোধে পুলিশের যেখানে শক্ত ব্যবস্থা নেওয়া উচিৎ সেখানে দিনদুপুরে সড়কে দাঁড়িয়ে ঘুস লেনদেনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন রামু উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি মাস্টার আলম। তিনি বলেন, যেখানে কিছুদিন আগেই গরু চোরাচালানের ঘটনায় একজন নিহত হয়েছে সেখানে পুলিশের উল্টো ঘুস নেওয়া হতাশাজনক। সরকারের উচিৎ অনতিবিলম্বে গরু চোরাচালান বন্ধ করা।
এ ব্যাপারে রামু থানার এসআই আবু হাসনাত মোহাম্মদ মাজেদুল হক ঘুস গ্রহণের বিষয়টি এড়িয়ে যান।