গাসিক নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১০:৫৬ পিএম
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের তফসিল ঘোষণার পর সোমবার বিকাল পর্যন্ত ১০ মেয়র প্রার্থীসহ ৪১১ জন মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিয়েছেন ৩২ জন। সংরক্ষিত আসনের পাঁচজন এবং সাধারণ আসনের ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে কোনো মেয়র প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কমিশনে দাখিল করেননি।
গাসিক নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সোমবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মেয়র পদে ১০ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৫ জন ও সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মেয়র পদে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- জাতীয় পার্টির গাজীপুর মহানগর শাখার সভাপতি এমএম নিয়াজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল মামুন মণ্ডল (স্বতন্ত্র), মো. আতিকুল ইসলাম (গণফ্রন্ট), ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান, মো. রাজু আহমেদ (জাকের পার্টি), সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র), হারুন অর রশীদ (স্বতন্ত্র), আবুল হোসেন (স্বতন্ত্র) ও মোকলেছুর রহমান (স্বতন্ত্র)। গত বুধবার আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনের ৫৭টি ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড ১৯টিতে ভোট গ্রহণের জন্য ৪৭৮টি ভোট কেন্দ্র, ভোটকক্ষ থাকবে ৩৪৯১টি এবং অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ৪৮৬টি। এছাড়া প্রিসাইডিং অফিসার থাকবে ৪৭৮ জন, সহকারী প্রিসাইডিং অফিসার থাকবে ৩ হাজার ৪৯১টি এবং পোলিং অফিসার থাকবে ৬ হাজার ৯৮২ জন।
জানা যায়, তফসিল অনুযায়ী প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল এবং প্রার্থিাতা প্রত্যাহারের শেষ তারিখ হলো ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, প্রতিদিন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং অফিসারের অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। এ সময় নির্বাচনি সব কর্মকাণ্ড পরিচালিত হবে।