‘পানের সঙ্গে জর্দা খেয়ে’ কিশোরীর মৃত্যু
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১০:১৫ পিএম
![‘পানের সঙ্গে জর্দা খেয়ে’ কিশোরীর মৃত্যু](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/04/24/image-668107-1682352929.jpg)
পানের সাথে জর্দা খেয়ে বরগুনার পাথরঘাটার চরলাঠিমারা গ্রামে ফেরদৌসী (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
ফেরদৌসী পাথরঘাটা সদর ইউনিয়নের চর লাঠিমারা ৯নং ওয়ার্ডের মো. বেলাল হোসেনের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, বারণ করা সত্ত্বেও ফেরদৌসী পানের সঙ্গে প্রচুর পরিমাণ জর্দা খায়। রোববার রাতে পানের সঙ্গে বেশি জর্দা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, বেশি পরিমাণে জর্দা খেয়ে ফেরদৌসীর মৃত্যু হয়েছে।
সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর এটা স্বাভাবিক মৃত্যু কিনা তা জানা যাবে।