Logo
Logo
×

সারাদেশ

আশুলিয়া থানার জব্দ করা গাড়ির স্তূপে অগ্নিকাণ্ড

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩, ১১:০৪ পিএম

আশুলিয়া থানার জব্দ করা গাড়ির স্তূপে অগ্নিকাণ্ড

আশুলিয়া থানার জব্দ করা গাড়ির স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় থানার পাশের গাড়ির স্তূপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার শান্ত সেন বলেন, শনিবার বেলা ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ১১টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

আশুলিয়া থানার ডিউটি অফিসার এএসআই মালেকা আক্তার বলেন, শনিবার বেলা ১১টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ব্যাপারে আশুলিয়া থানার মালখানার দায়িত্বে থাকা কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল বলেন, থানার পাশে থাকা গাড়ির স্তূপে আগুন লেগেছিল। তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে কি কি ক্ষতি হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম