Logo
Logo
×

সারাদেশ

দৌলতদিয়া লঞ্চঘাটে উপচেপড়া ভিড়

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০২:৪৯ পিএম

দৌলতদিয়া লঞ্চঘাটে উপচেপড়া ভিড়

মাহে রমজানের শেষ দিনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখি যাত্রীরা লঞ্চে করে কোন ভোগান্তি ছাড়াই পরিবারের সঙ্গে বাড়ি ফিরছেন।
 
সরেজমিন শুক্রবার সকালে দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট ঘুরে লঞ্চে যাত্রীদের ভিড় দেখা গেছে।

লঞ্চে নদী পার হওয়া যাত্রীরা অধিকাংশ ঢাকাফেরত।যাত্রীরা বলছেন, দৌলতদিয়ায় এখন কোন রকম ভোগান্তি নাই, ভোগান্তি ছাড়াই আমরা ঢাকা থেকে নিবিঘ্নে বাড়ি ফিরতে পারছি।

ঢাকাফেরত যাত্রী গামের্ন্টস কর্মী কামরুন নাহার বলেন, ঈদ উপলক্ষ্যে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মাগুরায় যাচ্ছি।ঢাকা থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত কোন রকম ভোগান্তি হয়নি বলে তিনি জানান।
 
এ বিষয়ে দৌলতদিয়া ঘাট লঞ্চ মালিক সমিতির আরিচা কার্যালয়ের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন যুগান্তরকে বলেন, ঈদের আগের দিন ফেরি থেকে লঞ্চঘাটে যাত্রী অন্য দিনের চেয়ে অনেকটা বেশি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম