টেকনাফে অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৩, ১০:১৫ এএম
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত দল গিয়াস বাহিনীর প্রধান গিয়াস ডাকাতকে আটক করেছে।
গিয়াস হ্নীলা রংগীখালী এলাকার গুরা মিয়ার ছেলে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।
তিনি জানান, টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে হ্নীলা ইউপির ৭নং ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম রঙ্গিখালীর শিলের জেরি পাহাড়ের ঢাল থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
পরে একাধিক মামলার আসামি গিয়াস উদ্দিনের কাছ থেকে ১টি দেশি একনলা বন্দুক, ১টি ওয়ান শুর্টারগান, ২ রাউন্ড রাবার কার্তুজ এবং ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক এ আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের পৃথক ধারায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আদালতে অস্ত্র, মাদক, হত্যা ও অন্য ধারায় ৯টি মামলা বিচারাধীন রয়েছে।