Logo
Logo
×

সারাদেশ

নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি তৎপরতার প্রচেষ্টা অব্যাহত আছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ১০:৩০ পিএম

নির্বাচনকে কেন্দ্র করে জঙ্গি তৎপরতার প্রচেষ্টা অব্যাহত আছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উগ্র মৌলবাদ, জঙ্গি তৎপরতার প্রচেষ্টা অব্যাহত আছে।

সোমবার মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনে প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে যারা আমাদের এই মহান স্বাধীনতাকে মেনে নেননি, তখনো তারা বিরোধিতা করেছিল, তাদের বংশধররা এখন আরও বেশি সংঘবদ্ধ। সময়-সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের সরকারকে বিব্রত এবং মহান স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালায়।

তিনি বলেন, আজকের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার ওইসব অপশক্তিকে দমন করেছে।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। সকাল ৬টায় মেহেরপুর জেলা প্রশাসন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের প্রথম অধিবেশন শুরু করে। সকাল ৯টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গার্ড অব অনার গ্রহণ করেন ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুজিবনগর স্মৃতিসৌধের পাদদেশে শেখ হাসিনা মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হক হানিফ বিশেষ অতিথি এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এতে আরও বক্তব্য রাখেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ-সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি, আওয়ামী লীগের সদস্য পারভিন জামান কল্পনা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম মিলন এমপি, গোলোরিয়া সরকার ঝর্ণা এমপি।

জনসভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম