অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১০:৫৮ পিএম
মনোহরদীতে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে যুগান্তর সমাবেশ।
শনিবার বিকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০ জনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, চাল, তেল, দুধ ও সাবান।
স্বজন সমাবেশের মনোহরদী শাখার সভাপতি বাছেদুল আলম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- স্বজনের সহ-সভাপতি কামাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক আজমিরী সুলতানা, পরিবেশ বিষয়ক সম্পাদক সজিব দাস, সদস্য, ইসমাইল হোসাইন খান, আনোয়ার হোসেন মানিক সাহা হিরন মিয়া, ফারুক আহমেদ, রেবা সুলতানা প্রমুখ।
ঈদ সামগ্রী বিতরণকালে যুগান্তরের মনোহরদী প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ বলেন, আমাদের সামর্থ্য সীমাবদ্ধ। কিন্তু দেশের দুঃস্থ, অসহায় মানুষের সংখ্যা কম নয়। ‘যুগান্তর স্বজন সমাবেশ’ চায় দেশের সব পিছিয়ে পড়া মানুষরাও সচ্ছল হোক, স্বাবলম্বী হোক, আত্মকর্মী হোক। সংগঠনটির লক্ষ্য হলো একজন এগিয়ে থাকা ব্যক্তির সাহায্য পেয়ে পিছিয়ে পড়া একজন ব্যক্তিকে সামনের কাতারে নিয়ে আসার চেষ্টা করা। একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যেতে ভূমিকা রাখা। স্বজন সমাবেশের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমরা সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।
এদিকে ঈদ সামগ্রী বিতরণ শেষে স্বজন সমাবেশের সব বন্ধুদের নিয়ে মনোহরদীর ক্যাফে গার্ডেন রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।