বাখরাবাদে গ্যাস সরবরাহ ২ দিন বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০৯:৪৩ পিএম
বিনা নেটিশে বাখরাবাদ গ্যাস ডিস্টিভিউশন কোম্পানি গ্যাস সরবরাহ বন্ধ রাখায় পবিত্র রমজান মাসে চরম ভোগান্তিতে পড়েছেন ২২ হাজার গ্রাহক।
বাখরাবাদ গ্যাস রেগুলেটিং স্টেশনে যান্ত্রিক ত্রুটি দেখিয়ে দুই দিন ধরে কুমিল্লার দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখে। বিনা নোটিশে গ্যাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
জানা যায়, রোববার সকাল থেকেই কোন প্রকার নেটিশ ছাড়াই বাখরাবাদ গ্যাস ডিস্টিভিউশন কোম্পানি লিমিটেড দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় গ্রাহকদের মাঝে গ্যাস সরবরাহ বন্ধ রাখে।
এতে পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরি খাবার নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। অনেকেরই বিকল্প রান্নার ব্যবস্থা না থাকায় হোটেল থেকে খাবার ক্রয় কিংবা চিড়া-মুড়ি খেয়ে রোজা রাখছেনে। এতে দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার প্রায় ২২ হাজার গ্রাহকের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
দেবিদ্বার পৌর এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম জানান, গ্যাস লাইন ছাড়া আমার বাসায় রান্না করার বিকল্প কোনো ব্যবস্থা না থাকার ইফতার ও সেহরির খাবার হোটেল থেকে কিনে আনতে হয়েছে। রোববার সকাল থেকে গ্যাস না পেয়ে অপেক্ষায় ছিলাম সন্ধ্যায় গ্যাস আসবে বলে। কিন্তু রাতেও গ্যাস না আসায় বিপাকে পড়ি আমরা। বিশেষ করে আবাসিক বাসিন্দাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
মুরাদনগর উপজেলার আ. আলিম নামের এক গ্রাহক বলেন, বাখরাবাদ গ্যাস কোম্পানির কর্মকর্তারা কাণ্ডজ্ঞানহীন হওয়ায় এভাবে বারবার বিনা নোটিশে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে। রমজানের বিষয়টি তারা মাথায় রাখলে এ কাজটা করতে পারত না।
সোমবার দুপুরে বাখরাবাদ গ্যাস কোম্পানি শাখার দেবিদ্বার উপ-ব্যাবস্থাপক নূর করিম বলেন, বাখরাবাদ গ্যাস রেগুলেটিং স্টেশনে যান্ত্রিক ত্রুটির কারণে দেবিদ্বার ও মুরাদনগর উপজেলায় আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে সমস্যা সমাধানে কাজ চলছে। আশা করি সোমবার সন্ধ্যা পর্যন্ত গ্যাসের সরবরাহ চালু হতে পারে।