Logo
Logo
×

সারাদেশ

পূর্বশত্রুতার জেরে কৃষককে হত্যা

Icon

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১১:০১ পিএম

পূর্বশত্রুতার জেরে কৃষককে হত্যা

দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিবেশীর দায়ের কোপে জায়েদ আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার বিকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জায়েদ আলী ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার বিকালে প্রতিবেশী আব্দুস সালামের বাড়িতে বেগুনের চারা আনতে যান জায়েদ আলী। পরে সেখানে পূর্বশত্রুতার জেরে আব্দুস সালামের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আব্দুস সালাম ও তার ছেলে এমদাদুল এসে দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই জাহেদ আলী মারা যান।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম