Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে শুরু হলো ‘জনতার হাট-বাজার’

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১০:৪৫ পিএম

কুড়িগ্রামে শুরু হলো ‘জনতার হাট-বাজার’

‘পাইকারি দামে খুচরায় বিক্রয়’ স্লোগানে কুড়িগ্রামে শুরু হয়েছে ‘জনতার হাট-বাজার’। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর পবিত্র রমজানে নিম্নআয়ের মানুষকে একটু পরিত্রাণ দিতেই চালু হলো এ বাজার। 

একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘অপ্রতিরোধ্য কুড়িগ্রামের’ আয়োজনে রোববার দুপুরে কলেজ মোড় সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বসেছে এ বাজার। 

জনতার হাট বাজারের মূল উদ্দেশ্যই হলো পাইকারি দামে খুচরা বিক্রয় করা। 

স্বেচ্ছাসেবক অন্তু চৌধুরী বলেন, সর্বস্তরের মানুষের জন্য জনতার হাট-বাজার চালু করা হয়েছে। এই বাজারে পাইকারি মূল্যে খুচরা বাজার করা যাবে। আমাদের লক্ষ্য এ রমজানে দ্রব্যমূল্যের যে অস্বাভাবিক দাম বৃদ্ধি তা থেকে সাধারণ মানুষ কিছুটা যেন স্বস্তি পায়। ঈদের আগের দিন পর্যন্ত চলবে এ বাজার। আগামীতে সেমাই, মসলা, শাকসবজি ও গরুর মাংস বিক্রি করা হবে। আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়ন ও ভর্তুকির মাধ্যমে এই বাজার চালু করা হয়েছে। এখানে ৩০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। প্রতিদিন দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে বাজার।

জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে পাইকারি দামে কিনে খুচরা মূল্যে বিক্রি করা হয়ে থাকলে তা মানুষের উপকারে আসবে এবং এর প্রভাব বাজারেও পড়বে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম