বিষমাখা খাবার খেয়ে বোনের মৃত্যু, ভাই অসুস্থ
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১০:৫৯ পিএম
![বিষমাখা খাবার খেয়ে বোনের মৃত্যু, ভাই অসুস্থ](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/04/06/image-662879-1680800341.jpg)
কুমারখালীতে ভুট্টাখেতে দেওয়া বিষমাখা খাবার খেয়ে এক শিশুর মৃত্যু এবং অপর শিশু আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার হোগলা দোপেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের ইবাদতের মেয়ে নোভা (৩)। অসুস্থ শিশু একই এলাকার সাইদুলের ছেলে শাওন (৩)। ওই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাইবোন।
স্থানীয়রা জানান, হোগলা গ্রামের মৃত গফুর মহাজনের ছেলে আবু তালেব তার ভুট্টাখেতে কাঠবিড়ালির উপদ্রব নিরসনের জন্য বিষমাখা খাবার মিষ্টির প্যাকেটে দিয়ে রাখেন। বিকালে দুই শিশু সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে যায়। পরে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নোভাকে মৃত ঘোষণা করেন। শাওনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রাখা হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মহসীন হোসাইন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একজন শিশু মারা গেছে এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।