ঘুসের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক বিসিকের উপ-ব্যবস্থাপক
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৮:৪৭ পিএম
ঘুসের ৫০ হাজার টাকাসহ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শরীয়তপুর জেলা উপ-ব্যবস্থাপক মো. মনির হোসেনকে আটক করেছে দুদক। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঘুসের টাকাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুদক মাদারীপুর কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান।
শরীয়তপুর বিসিক শিল্প নগরী জেলা কার্যালয় ও দুদক সূত্রে জানা যায়, শরীয়তপুর শহরের প্রেমতলা এলাকায় বিসিক শিল্পনগরী অবস্থিত। শরীয়তপুর সদর উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবলনগর গ্রামের আবুল কালাম ঢালীর নামে শরীয়তপুরের প্রেমতলা এলাকা শরীয়তপুর বিসিক প্রকল্পে মেসার্স ঢালী মিনারেল ওয়াটার নামে একটি করখানা দেন। ২০১০ সালে ১০০ টাকার মূল্যে দুইটি স্ট্যাম্পে শরীয়তপুর জেলার সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের দক্ষিণ কেবলনগর গ্রামের এসকেন্দার ঢালীকে শরীয়তপুররের বিসিক শিল্প নগরী প্লট নং ৭/এ এর নামীয় সমস্ত সম্পত্তির কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা প্রদান করেন আবুল কালাম ঢালী। সে মোতাবেক এসকেন্দার ঢালী সার্বিক দায়িত্ব পালন করেন।
এসকেন্দার ঢালী উক্ত প্রকল্পের নাম ও উপখাত পরিবর্তনের জন্য ঢালী মিনারেল ওয়াটারকে মেসার্স বাংলাদেশ হারবাল অ্যান্ড স্পাইসেস প্রোডক্টস নামে এ রূপান্তরের জন্য উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন বিসিক জেলা কার্যালয়ে আবেদন করেন। উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন আবেদনটি বিসিক চেয়ারম্যানের অফিসে ফরওয়ার্ড করার জন্য এক লাখ ২৫ হাজার টাকা ঘুস দাবি করেন।
এসকেন্দার ঢালী ইতোমধ্যে বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মনির হোসেনকে ৪৭ হাজার টাকা প্রধান করেছেন। এখন তাকে আরও ৫০ হাজার টাকার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করছেন। বাকি টাকা না দিলে আবেদন ফরওয়ার্ড ও ফাইলে স্বাক্ষর করবেন না। গত কয়েক দিন আগে এসকেন্দার ঢালী মাদারীপুর জেলা সমন্বিত, দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে একটি লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় অভিযোগের ভিত্তিতে, শরীয়তপুর বিসিক শিল্প কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেন অফিসে তল্লাশি চালায়। অফিস কক্ষ তল্লাশি করে ঘুসের ৫০ হাজার টাকা উদ্ধার এবং তাকে গ্রেফতার করে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের উপ-পরিচালক আতিকুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৫০ হাজার ঘুসের টাকাসহ বিসিক কার্যালয়ে উপ-ব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনকে আটক করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে শরীয়তপুর বিসিকের কর্মকর্তা অর্ক সরকার বলেন, কোন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে বুঝলাম না। শুনলাম আমাদের উপ-ব্যবস্থাপক মনিরকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি আমার বিভাগীয় অফিসে জানাব।