Logo
Logo
×

সারাদেশ

সৈয়দপুরে নবজাতকের মৃত্যু, ডাক্তার দম্পতির বিরুদ্ধে মামলা

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১১:০৭ পিএম

সৈয়দপুরে নবজাতকের মৃত্যু, ডাক্তার দম্পতির বিরুদ্ধে মামলা

নীলফামারীর সৈয়দপুরে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় ডাক্তার দম্পতির বিরুদ্ধে বুধবার থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ডাক্তার দম্পতি হলো- ডা. নুরুন নাহার নার্গিস ও ডা. মিজানুর রহমান। তারা শহরের বেসরকারি সংস্থা পরিচালিত সূর্যের হাসি ক্লিনিকে প্রসূতির অস্ত্রপচারের একদিন পর ওই শিশুর মৃত্যু হয়। নবজাতকের বাবা রওশন সরকার নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযুক্ত চিকিৎসক দম্পতি ডা. নার্গিস আক্তার ও ডা. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল হক এ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নবজাতকের লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা বলেন, এ ঘটনায় নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমানের নির্দেশে একটি তদন্ত টিম গঠনের প্রক্রিয়া চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম