প্রি-পেইড মিটার চুরির হোতা গ্রেফতার
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১১:০৫ পিএম
অবশেষে প্রযুক্তির সহায়তায় বিদ্যুতের প্রি-পেইড মিটার চুরির মূলহোতা জাহান আলি ওরফে বাবুকে (৪৫) গ্রেফতার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে নওগাঁ সাপাহার উপজেলা থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া ৮টি মিটার উদ্ধার করে পুলিশ। জাহান আলি বগুড়ার আদমদিঘী উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত সামির উদ্দীনের ছেলে।
নিযামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিদ্যুতের মিটার চুরির ঘটনায় ভাবিচা ইউনিয়নের সালালপুর গ্রামের কালাম মোল্লা একটি মামলা করেন। পরে প্রযুক্তিগত সহায়তা নিয়ে মিটার চোর জাহান আলিকে সাপাহার উপজেলা থেকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে বিদ্যুৎ আইন ২০১৮ এর ৩৫ ধারায় মামলা করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।