Logo
Logo
×

সারাদেশ

ভুয়া এমবিবিএস ডাক্তারের কারাদণ্ড

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১০:৫৭ পিএম

ভুয়া এমবিবিএস ডাক্তারের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় তানভীর হাসান মিশুক (৩৭) নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দি যমুনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এ দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত তানভীর হাসান মিশুক রাজধানী মিরপুরের ১৭ কোটবাড়ির মো. শহিদুল্লাহর ছেলে। তিনি ভিজিটিং কার্ডে ডা. মো. তানভীর আহম্মেদ নাম ব্যবহার করতেন।

বুধবার দুপুরে সুখময় সরকার বলেন, সম্প্রতি কথিত ওই চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে আমাদের সন্দেহ হয়। তাই এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের দোষ স্বীকার করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল, ওসি শ্যামল কুমার দত্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকারিয়া প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম