মাদ্রাসার প্রিন্সিপালের ৪০ দিনেও সন্ধান মেলেনি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১০:৪৯ পিএম
গাজীপুর মহানগরের চতর এলাকায় অবস্থিত মাদ্রাসা ইবনে মাসউদের প্রিন্সিপাল মাওলানা মো. আবুল হোসেনকে (আল-আমিন) (৩৫) খোঁজে পাওয়া যাচ্ছে না।
মাওলানা আবুল হোসেন কিশোরগঞ্জ জেলার তারাইল থানার বিলাসীপাড়া এলাকার মৃত খুর্শেদ উদ্দিনের ছেলে। তার মেয়ে রাবিবা (৪) ও আদনান (২) নামে এক ছেলেসন্তান রয়েছে। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে ওই মাদাসায় শিক্ষকতা করছেন।
নিখোঁজের বড় ভাই আবুল মনসুর (৩৬) যুগান্তরকে জানান, গত ৩০ জানুয়ারি ওই মাদরাসা থেকে রাত অনুমান সোয়া ১০টার দিকে ৪-৫ জন লোক ডিবি পরিচয়ে একটি সাদা রঙের হায়েস গাড়িতে তুলে আবুল হোসেনকে নিয়ে যায়। পরে তারা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়সহ র্যাব-১ ও থানা পুলিশকে খোঁজখবর নিয়ে সন্ধান না পেয়ে তিনি ৭ মার্চ গাজীপুর মেট্রো সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
গাজীপুর মেট্রো সদর থানার অফিসার্স ইনচার্জ মো. জিয়াউল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা থানায় জিডি নিয়েছি। তদন্ত চলছে।
এ বিষয়ে জানতে গাজীপুর মহানগর গোয়েন্দা শাখার একাধিক কর্মকর্তার ফোনে কল করেও সাড়া পাওয়া যায়নি।