তৃতীয় লিঙ্গের ৭ জন পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১০:৫৯ পিএম
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় তৃতীয় লিঙ্গের সাতজনকে প্রধানমন্ত্রীর উপহারের সাতটি ঘর হস্তান্তর করা হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মণ্ডলপাড়ায় নবনির্মিত আশ্রয়ণ প্রকল্পে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন ঘরের চাবি হস্তান্তর করেন।
ঘর পাওয়া সাতজন হলেন- তৃতীয় লিঙ্গের মিলন মাহিয়া মাহি, রোকেয়া আক্তার, অন্তরা খাতুন, রনি চৌধুরী, নিলীমা, রোকেয়া ও আকাশ মণ্ডল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাইদ মণ্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউপি (ইউনিয়ন পরিষদ) চেয়ারম্যান আ. রহমান মণ্ডল, ইউনিয়নের মহিলা সদস্য চম্পা আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু প্রমুখ।
ইউএনও জাকির হোসেন বলেন, তৃতীয় লিঙ্গের সবাই এখন থেকে আরও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন। আমরা তাদের যেকোনো প্রয়োজনে সব সময় পাশে থাকব।