টিসিবির পণ্য নিতে গিয়ে চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত ৩
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৬:৩৭ পিএম
প্রতীকী ছবি
টিসিবির পণ্য নিতে আসা তিনজনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে কার্ডধারীরা টিসিবির পণ্য নিতে গেলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- ওই ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হোসেন (৫০), শহিদুল ইসলাম (৪০) ও শান্ত বাবু (২০)।
তাদের অভিযোগ, লাইনে সামান্য ধাক্কাধাক্কির কারণেই চেয়ারম্যান তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। ক্ষমতার দাপট দেখিয়েছেন উপকারভোগীদের ওপর।
ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য নিতে আসেন কার্ডধারীরা। উপস্থিতি বেশি হওয়ায় পণ্য নিতে একটু ধাক্কাধাক্কির হওয়ার কারণে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তার রুম থেকে বেরিয়ে আসেন। এসেই তাদের কলার ধরে টেনে নিয়ে গিয়ে প্রকাশ্যে সবার সামনে চড়-থাপ্পড় দেওয়া শুরু করেন। এতে সবাই হতভম্ব হয়ে যান। এর আগেও চেয়ারম্যান এ ধরনের কাজ করছেন বলে অভিযোগ রয়েছে।
মোজাম্মেল হোসেন বলেন, টিসিবির পণ্য নিতে এসে চেয়ারম্যানের কাছে মার খেয়েছি। গরীব বলে কি আমাদের সম্মান নেই! আমরা মানুষ নই। একজন নির্বাচিত জনপ্রতিনিধি কি করে এমন কাজ করতে পারেন?
দেলোয়ার হোসেন বলেন, একজন চেয়ারম্যানের কাছ থেকে এমন অশোভন আচরণ কেউ আশা করে না। তিনজনকে এভাবে লাঞ্ছিত করা সবার জন্যই খারাপ ইঙ্গিত বহন করে।
তবে রফিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, টিসিবির পণ্য বিতরণের সময় একটু ধাক্কাধাক্কি হয়েছে। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, লোকমুখে শুনেছি এ ধরনের ঘটনা ঘটেছে। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।