Logo
Logo
×

সারাদেশ

কেরানীগঞ্জে অবৈধ সিসা কারখানা বন্ধ, জেল জরিমানা

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৭:৩১ এএম

কেরানীগঞ্জে অবৈধ সিসা কারখানা বন্ধ, জেল জরিমানা

কেরানীগঞ্জে অবৈধ সিসা তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিককে ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কলাতিয়া ইউনিয়নের তালেপুর ছোট বেলনা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সল বিন করিম।

এসময় প্রতিষ্ঠানের মালিক কামাল হোসেন উপস্থিত না থাকায় তার প্রতিনিধি মো. গুলজার হোসেনকে ১৫ দিনের এবং প্রতিষ্ঠানের ৩ কর্মচারীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে আদালত।

একই সময় অবৈধ ভাবে রাস্তায় পার্কিং করে যানজট সৃষ্টি করার অপরাধে ১২টি অটো সিএনজি চালককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম জানান, রেজওয়ানা আফরিন ট্রেডার্স নামে কারখানাটি দীর্ঘ দিন যাবৎ জনবসতিপূর্ণ এলাকায় সিসা গলিয়ে পরিবেশ দূষণ করে আসছিল। এর কারণে অত্র এলাকায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছিলো। বিষয়টি জানামাত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। এবং কারখানা মালিককে জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তায় অবৈধ পার্কিংয়ের অপরাধে ১২ জনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম