Logo
Logo
×

সারাদেশ

ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শিশুর

Icon

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০১:৪২ পিএম

ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শিশুর

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘুড়ি উড়ানোর সময় মো. জিহাদ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খারুয়া মুকুন্দ গ্রামে বজ্রপাতে তার মৃত্যু হয়। 

জিহাদ খারুয়া মুকুন্দ গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে গণ্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ঘুড়ি উড়ানোর জন্য জিহাদ বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে ধানের একটি পতিত জমিতে সে ঘুড়ি উড়ানো শুরু করে। সকাল সাড়ে ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। 

জিহাদ এ সময় বজ্রপাতের শিকার হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, বজ্রপাতের ঘটনায় নিহতের বাড়ি পরিদর্শন করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম