Logo
Logo
×

সারাদেশ

জাতীয় পার্টির এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ

Icon

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৫:৪৩ পিএম

জাতীয় পার্টির এমপির বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ

জলঢাকায় জাতীয় পার্টির সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে ‘জমি কেড়ে নিয়ে এমপি রানার চা বাগান’-এ রকম মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় পার্টি।

বুধবার কলেজ মোড়ে অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহর প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে মানববন্ধন করেন নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকি, সদস্য তোফায়েলুর রহমান পায়েল, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিসুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, যুব সংহতির সভাপতি বাবলুর রহমান, পৌর যুব সংহতির সভাপতি জাকির হোসেন হাসু, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র সমাজের সভাপতি আবু রায়হান প্রমুখ।

এ সময় রহমান বুলু বলেন, মেজর রানা একজন সৎলোক। তার জনপ্রিয়তা দেখে কিছু অসৎ লোক মিথ্যা গুজব ছড়াচ্ছেন। আমি এ সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গত শনিবার কয়েকটি গণমাধ্যমে পঞ্চগড়ে ‘জমি কেড়ে নিয়ে এমপি রানার চা বাগান’ নামে সংবাদ প্রকাশ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম