Logo
Logo
×

সারাদেশ

জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের টাকা উত্তোলন, মূলহোতা আটক

Icon

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০৮:১২ পিএম

জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের টাকা উত্তোলন, মূলহোতা আটক

পিরোজপুরের মঠবাড়িয়ায় ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রবাসীদের টাকা উত্তোলন চক্রের মূলহোতা বাচ্চু মাতুব্বরকে (৪৫) আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

অগ্রণী ব্যাংক মঠবাড়িয়া উপজেলার মিরুখালী শাখার ব্যবস্থাপক এসএম সাইফুল ইসলাম বাদী হয়ে রাতেই বাচ্চুসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। 

বাচ্চু মাতুব্বর মাদারীপুর সদর থানার শিরখরা গ্রামের মৃত সামসুদ্দিন মাতুব্বরের ছেলে। 

অপর আসামিরা হলেন- শিবচর থানার চর বাসারকান্দি গ্রামের মৃত নুরু মাতুব্বরের ছেলে মো. শওকত (৩৫), চর কামারকান্দি গ্রামের মো. শরীফ (৩০), মো. কামাল (৪০), রাজারহাট গ্রামের মো. জাকির হোসেন (৩৫) এবং অজ্ঞাত পাঁচজন।

মামলা সূত্রে জানা যায়, গত সোমবার অগ্রণী ব্যাংক মিরুখালী শাখা থেকে প্রবাসীদের টাকা উত্তোলন করে পালিয়ে যান তারা। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণিত হলে জালিয়াত চক্রের মূলহোতা বাচ্চু মাতুব্বরকে আটক করে পুলিশে খবর দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, মামলা হয়েছে। বাচ্চুকে গ্রেফতার দেখিয়ে বুধবার (১৫ মার্চ) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম