স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা
বরিশাল ব্যুরো ও উজিরপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৬:১২ পিএম
প্রতীকী ছবি
বরিশালে স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন স্বামী কলেজছাত্র রিফাত জোমাদ্দার (২২)। জেলার উজিরপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারসী এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ওসি মোহাম্মদ তৌহিদুজ্জামান।
রিফাত বরিশাল নগরীর ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ফোরকান জোমাদ্দার ঢাকায় প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করেন। রিফাতের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া হলেও দুই মাস ধরে তিনি নানার বাড়িতে থেকে পড়াশুনা করতেন। তার স্ত্রী আসমা বেগম বরিশাল রহমতপুর কৃষি কলেজের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি কলেজ হোস্টেলে থেকে পড়ছেন। তার বাড়ি ঝালকাঠির নলছিটিতে। বাবা বরিশালে ব্যবসা করেন।
আসমা বেগমের বরাত দিয়ে ওসি তৌহিদুজ্জামান জানান, বছরখানেক আগে প্রেমের সম্পর্কের পর বিয়ে করেন তারা। গত ৪-৫ দিন ধরে আসমা বোরকা না পরে মুখ খোলা রেখে ছবি তুলে তা ফেসবুকে দেন। তাতে অভিমান করে শনিবার রাতে স্ত্রীকে ভিডিও কল দেন। তখন রিফাত তার স্ত্রীকে বলেন, ‘তোমারে বিয়ের পর বাবা-মাও ভালোবাসে না, এখন তুমিও আমাকে ভালোবাসো না।’ এই কথা বলে উঠে দাঁড়িয়ে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রিফাত।
ওসি জানান, এ ঘটনার পর আসমাসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।