Logo
Logo
×

সারাদেশ

ধামরাইয়ে দেড় হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ১০:১৭ পিএম

ধামরাইয়ে দেড় হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা

ছবি : যুগান্তর

ঢাকার ধামরাইয়ে ২০২২ সালের এসএসসি, এইচএসসি ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা-২০ ধামরাই আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদের ব্যক্তিগত উদ্যোগে দেড় হাজার মেধাবী শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক সচিব ও রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন বলেন, যেভাবে পরীক্ষা কেন্দ্রে সব সরবরাহ করা হয়ে থাকে, এভাবে চলতে থাকলে খুব শিগগির দেশ মেধাশুন্য হয়ে পড়বে। এজন্য অবশ্যই শিক্ষক ও প্রশাসনকে দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, আমরা ঘরে ঘরে মেধাবী শিক্ষার্থী চাই। বিশ্বের কোথাও নেই সরকার বিনামূল্যে শির্ক্ষাথীদের বই দেয়। প্রধানমন্ত্রী প্রতিবছর ৩ কোটি বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে। একটি মহল আছে যারা এদেশের ভাল ও মঙ্গল চায় না। এর মধ্যেও সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

সাবেক এই সচিব বলেন, এক সময়ের তলাবিহীন দেশ আজ বিশ্বের উন্নয়নের রোল মডেল। আমরা নিজস্ব অর্থায়নে বিশ্বের বিস্ময় পদ্মাসেতু নির্মাণ করেছি। দেশের সর্বস্তরে আজ উন্নয়নের জোয়ার বইছে। 

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ধামরাইয়ের কৃতি সন্তান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ। বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এ সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানের মাঝে মাঝে সঙ্গীত ও মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়।

উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জবল হোসেন টিপু, রাজাপুর-কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান খান মমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির, শিক্ষানুরাগী ও বেগম আনোয়ারা খানম গার্লস কলেজ, রাজাপুরের প্রতিষ্ঠাতা আব্দুল আলীম খান সেলিম, সাবেক বিএডিসি পরিচালক ও কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, নুরুজ্জামান সজাগ এনজিওর পরিচালক আব্দুল মতিন, এসডিআই বাংলাদেশের নির্বাহী পরিচালক সামছুল হক সহ অন্যান্য, ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান আতিক ও বালিয়া ওদুদুর রহমান খান বহুমুখী উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফারজানা আক্তার প্রমুখ। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম