Logo
Logo
×

সারাদেশ

বিরলে দেখা মিলল নীলগাইয়ের

Icon

দিনাজপুর ও বিরল প্রতিনিধি

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৬:৫৫ পিএম

বিরলে দেখা মিলল নীলগাইয়ের

নীলগাই। ফাইল ছবি

জেলার বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ঠিক এক বছরের মাথায় ভারত থেকে আবারও এসেছে বিলুপ্তপ্রায় প্রাণী ‘নীলগাই’।

ধূসর রঙের এই নীলগাইটিকে শনিবার সকাল থেকে ধর্মপুর শালবন ও এর আশেপাশে ছোটাছুটি করতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উৎসুক জনতা নীলগাইটিকে দেখতে ভিড় জমান।

স্থানীয়রা জানান, সকালে ধর্মপুর শালবন ও আশেপাশের জমিতে একটি ধূসর রঙের নীলগাইকে ছোটাছুটি করতে দেখতে পান তারা। এই খবর ছড়িয়ে পড়ার পর এখন অনেকেই ভিড় করছেন ধর্মপুর শালবন ও আশপাশের এলাকায়।

খবর পেয়ে সেখানে ছুটে যান বন বিভাগের কর্মকর্তা ও বিজিবির সদস্যরা। বনবিভাগের ধর্মপুর বিট কর্মকর্তা মো. মহসীন আলী জানান, শনিবার সকালে খবর পেয়ে তারা এলাকায় ছুটে আসেন।

তিনি জানান, এটি নিরীহ প্রাণী, তাই কেউ যাতে এই প্রাণীটিকে বিরক্ত বা ক্ষতি করতে না পারে এ জন্য চেষ্টা চালাচ্ছেন বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা।

গত বছরের ১৬ মার্চ ভারত থেকে একটি নীলগাই ছুটে আসে ধর্মপুর শালবনে। এরপর দিনভর জনতার ধাওয়া খেয়ে বিকালে প্রাণ হারায় প্রাণীটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম