পিকনিকের বাসে ১০ হাজার ইয়াবা, চালক আটক
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৭:০২ পিএম
বাসচালক লুৎফর রহমান বুলেট। ছবি: যুগান্তর
বন্দরে পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় বাসচালক লুৎফর রহমান বুলেটকে (৩৫) আটক করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুলেট টাঙ্গাইল সদর থানার কাফিলাপাড়া গ্রামের মো. বুলু মিয়ার ছেলে।
কক্সবাজার থেকে ছেড়ে আসা পিকনিকের এ বাসটি বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (খ) শেখ বিল্লাল হোসেন অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, তিনি গোপনে সংবাদ পান কক্সবাজার থেকে সাথী পরিবহণের একটি পিকনিকের বাসে অভিনব কায়দায় মাদকের চালান ঢাকায় আসছে। এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর এলাকায় তল্লাশি চৌকি বসান। এ সময় বাসে তল্লাশি চালিয়ে চালকের আসনে অভিনব কাদায় রাখা ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় বাস চলক লুৎফর রহমান ওরফে বুলেটকে আটক ও বাসটি জব্দ করা হয়।