নাফ নদী খুলে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন জেলেরা
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৬:৪৫ পিএম
কক্সবাজার টেকনাফের নাফ নদী খুলে দেওয়ায় দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী টেকনাফ উপজেলা ও পৌর শাখার ব্যানারে সহাস্রাধিক জেলে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এসময় তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
টেকনাফ উপজেলা চত্বরে জেলে সমিতির টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রশিদ আহাম্মদের সঞ্চালনায় ও সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গা ও মাদক আসার অজুহাতে ৬ বছর ধরে নাফ নদীতে মাছ শিকার হতে বিরত রাখা হয়েছে জেলেদের। এর ফলে এ নদী কেন্দ্রিক জীবন জীবিকা নির্বাহ করা হাজার হাজার জেলের পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাই নাফ নদীতে মাছ শিকারের অনুমতি পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা। পরে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের কাছে স্মারকলিপি দেন তারা।