Logo
Logo
×

সারাদেশ

খাবারে বিষ প্রয়োগ, একই পরিবারের তিনজন গুরুতর অসুস্থ

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৩, ০১:০৮ পিএম

খাবারে বিষ প্রয়োগ, একই পরিবারের তিনজন গুরুতর অসুস্থ

খুলনার পাইকগাছায় বিষ মেশানো খাবার খেয়ে একই পরিবারের তিনজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ওই পরিবারের একটি ভেড়া ও ১৬টি হাঁসও মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেলুটি গ্রামে। অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাক্তারি রিপোট পাওয়ার পর মামলা করা হবে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। রোববার সকাল ১০টার দিকে খাবার খাওয়ার পর উপজেলার দেলুটি গ্রামের মৃত্যু মনিন্দ্র নাথ সরকারের ছেলে প্রশান্ত সরকার (৩৫), ছেলের বউ ললিতা সরকার (২৮) ও নাতি শ্রাবণ সরকার (১০) গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ ছাড়া তাদের একটি ভেড়া ও সাতটি রাজহাঁস, ৯টি চীনা হাঁসও মারা গেছে। প্রতিবেশী বিপ্লব সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, অসুস্থদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে অসুস্থ প্রশান্ত সরকারের বড় ভাই বিষ্ণুপদ সরকার বলেন, আমাদের পরিকল্পিতভাবে হত্যা করার জন্য কে বা কারা খাবারে বিষ মিশিয়ে দিয়েছে। ডাক্তারি রিপোর্টের পর মামলা করা হবে বলে তিনি জানান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম