Logo
Logo
×

সারাদেশ

নবাবগঞ্জে বিজ্ঞান ও শিক্ষামেলা অনুষ্ঠিত

Icon

নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১১:০৮ পিএম

নবাবগঞ্জে বিজ্ঞান ও শিক্ষামেলা অনুষ্ঠিত

নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শনিবার সকালে ঢাকার নবাবগঞ্জের সেন্ট ইউফ্রেজিস বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান, শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

এ সময় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় এন.ডি ক্রুজ। অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বালনের পর অতিথিদের ফুল ও নৃত্যের মাধ্যমে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা। বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্টল ঘুরে দেখেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী বিভিন্ন প্রযুক্তি দেখে নিজেদের আত্মতুষ্টির কথা জানান তারা।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ফাদার স্ট্যানিসলাউস গমেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সেন্ট থেকলাস্ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার রূপালী কস্তা, সেন্ট জেফিয়ার্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ সিস্টার গ্রেসি মুকুলি গমেজ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন, অঞ্জনা রানী ধর, শিক্ষক প্রতিনিধি রানু শিশিলিয়া গমেজ, ব্রজো গোপাল মণ্ডল, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সিস্টার পুষ্প ট্রিজা কস্তা।

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে মানবিক হয়ে কাজ করার আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় এন.ডি ক্রুজ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম